ভারতের বাজারে দুই চাকার বাইক মানেই হিরো। সংস্থার তরফে একাধিক মডেল দেশের মানুষকে আকৃষ্ট করে চলেছে। তবে এবার জানা যাচ্ছে, হিরো মটোকর্প একটি মার্কিন কোম্পানি জিরো মোটরসাইকেলস-এর সঙ্গে যৌথভাবে একটি বৈদ্যুতিক বাইক ভারতের বাজারে আনতে চলেছে।
এর আগেও হিরোকে দেখা গিয়েছে মার্কিন কোম্পানি হার্লে ডেভিডসনের সঙ্গে যৌথভাবে নতুন বাইক ভারতের বাজারে আনতে। তেমনই এবার জিরো মোটরসাইকেল নামক কোম্পানির সঙ্গে জুটি বাঁধতে চলেছে হিরো মটোকর্প। হিরোর তরফে জানানো হয়েছে জিরো মোটরসাইকেল কোম্পানির বাইক ভারতে তৈরি হবে ও হিরো তা বিক্রি করবে।
হিরো তার বার্ষিক রিপোর্টে উল্লেখ করেছে কিভাবে তারা জিরো মোটরসাইকেল কোম্পানির বৈদ্যুতিক বাইক তৈরির দক্ষতা, সোর্সিং, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিংগুলি তারা আয়ত্ত করবে। এভাবে জিরোর নতুন ই-বাইক ভারতের বাজারে জনপ্রিয় হয়ে উঠবে।
বর্তমানে জিরো মোটরসাইকেল কোম্পানির পোর্টফলিওতে ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক, প্রিমিয়াম ডুয়েল-স্পোর্ট, নেকেড বাইক রয়েছে। কোম্পানির কারখানা স্কট ভ্যালিতে এগুলি তৈরি হয়। এগুলির দাম ভারতীয় মুদ্রায় ১০ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে। তাই এটি স্পষ্ট নয় ভারতে জিরো মোটরসাইকেল কোম্পানির কোন বাইকটি লঞ্চ হতে পারে।
Leave a Reply